শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Childhood coach of Rohit Sharma is happy after his student clinched second ICC title

খেলা | 'রোহিত আমাকে দ্বিতীয়বার গুরুদক্ষিণা দিল', শিষ্যকে আগামীর বার্তাও দিলেন দ্রোণাচার্য দীনেশ

KM | ১০ মার্চ ২০২৫ ১৬ : ৪০Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: মোটা হয়ে গিয়েছেন তিনি।
বয়সও হয়েছে। 
এবার নেতৃত্ব ছেড়ে দেওয়ার সময় হয়েছে। 
অধিনায়ক হিসেবে ব্যক্তিত্বহীন। 

এরকম কত কিছুই তো শোনা গিয়েছিল রোহিত গুরুনাথ শর্মার নামে। রবিবারের পরে দেশের শ্বাসপ্রশ্বাসে হিটম্যান বললেও অত্যুক্তি করা হবে না। 

সাফল্যের আলোয় ধুয়ে যায় মালিন্য। মুছে যায় যাবতীয় অন্ধকার। তিনি এখন কেবল বিরাট কোহলির ক্যাপ্টেন নন, শ্রেয়স আইয়ারেরও অধিনায়ক নন....গোটা দেশের অধিনায়ক তিনি। জন গণ মনের অধিনায়ক। তাঁর জন্য গোটা দেশ বলে উঠতেই পারেন, 'ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন'।  

ফাইনালে নিউজিল্যান্ড বোলারদের মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন রোহিত। ঠিক সেই রকমই খেতাব জিতে উঠে যাবতীয় নিন্দা-সমালোচনার বাউন্সার হুক করে গ্যালারিতে ফেললেন। 

ছাত্রকে নিয়ে গত কয়েকমাস ধরে দেশজুড়ে যা চলছিল, তাতে একেবারেই আশ্চর্য হননি হিটম্যানের ছেলেবেলার কোচ দীনেশ লাড। সোমবার আজকাল ডট ইনকে তিনি বললেন, ''কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা।'' 

ভারত অধিনায়কের ছেলেবেলার কোচ দীনেশ লাড। তিনি না থাকলে আজকের রোহিত শর্মাকে হয়তো দেখতই না ভারতীয় ক্রিকেট। সেই দীনেশ লাড বলছেন, ''রোহিত আমাকে দ্বিতীয়বার গুরুদক্ষিণা দিল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে প্রথমবার গুরুদক্ষিণা দিয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওযার আগে বলে গিয়েছিল জিতে ফিরবে। খেতাব জিতে কথা রাখল। আমাকেও গুরুদক্ষিণা দিল।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতা হয়ে গেল। বাকি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। রোহিতকে নিয়ে চিরকালই আত্মবিশ্বাসী দীনেশ লাড। তিনি বলছেন, ''২০২৭ বিশ্বকাপ জিতে তবেই ও থামবে।'' 

রোহিত শর্মা রেকর্ড গড়বেন, রেকর্ড ভাঙবেন, ম্যাচ জিতবেন, ম্যাচ জেতাবেন, সেঞ্চুরি করবেন, ছক্কা মারবেন, ফর্ম দেখাবেন...কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গেলেই গোটা ভারতবর্ষ চিৎকার করে বলবে, ''রোহিত শর্মা, আপনার থেকে যে আরও অনেককিছু আশা করেছিলাম।'

ব্যাট করতে নেমে ঝুঁকিপূর্ণ ইনিংস খেলছিলেন রোহিত। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ফাইনালের আগে ভারত অধিনায়ককে পরামর্শ দিয়ে বলেছিলেন, ''তুমি ভেবে দেখো ২৫ ওভার ব্যাট করবে নাকি ২৫ রান করেই সন্তুষ্ট থাকবে?'' 

রবিবাসরীয় ফাইনালে রোহিত বিধ্বংসী মেজাজে ধরা দেন। কিউয়ি বোলারদের শুরু থেকেই আক্রমণের রাস্তা নেন। ক্রিজে জমে যাওয়া, বিপজ্জনক হয়ে ওঠা রোহিত কিউয়ি স্পিনার রাচীন রবীন্দ্রকে গ্যালারিতে ফেলতে গিয়ে আত্মঘাতী হন। যেভাবে খেলছিলেন সেঞ্চুরি হয়তো পেতেন। 

শিষ্যের আউট প্রসঙ্গে দ্রোণাচার্য কোচ বলছেন, ''বলটা ঠিকমতো বুঝতে পারেনি। শট নির্বাচনটাও ঠিক হয়নি। '' 

এই ভুল শট নির্বাচন খেলে উইকেট ছুড়ে দেওয়ার জন্য এক দিন গুরুর কাছে মার হজম করতে হয়েছিল রোহিতকে। সাধারণত কোনও ছাত্রের গায়ে হাত তোলেন না শান্ত-ভদ্র দীনেশ লাড। বকাঝকা করেন, কিন্তু মারধরের রাস্তায় একেবারেই হাঁটেন না। দীনেশ বলছিলেন, ''মুম্বইয়ের ক্রিকেটমহলে প্রচলিত রয়েছে, উইকেট ছুড়ে দেওয়া চলবে না। ভাল ডেলিভারিতে আউট হলে অন্য কথা। কিন্তু, খারাপ বলে আউট হওয়া মহা অপরাধ। রোহিত তখন স্কুলের ছাত্র। এগারো-বারো বছর বয়স হবে। একটা ম্যাচে নিজের উইকেট ছুড়ে দিয়ে এল। ম্যাচটা ছিল কোয়ার্টার ফাইনাল। রোহিতের স্কুল স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলও জয়ের দোরগোড়া থেকে ফিরে এল। ম্যাচটা হারতে হয়েছিল। রোহিতের আউট হওয়ার ধরন দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। রোহিতের কানের পাশে কষিয়ে একটা চড় মেরে বসলাম।'' 

রবিবারের জন্য কি এই পরিণত বয়সের রোহিত মার হজম করতেন দ্রোণাচার্যর? দীনেশ বলছেন, ''যেভাবে আউট হল, তাতে খারাপ লেগেছিল বটে। সেঞ্চুরিটাও ফেলে এল। তবে ও সত্যিকারের টিমম্যান। অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেওয়ার জন্য নিজে শুরু থেকে ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়ের পথ বেছে নেয়। একবার চলতে শুরু করলে দ্রুত রান তুলে ফেলবে টিম, তাহলে পরের দিকের ব্যাটারদের কাজ সহজ হবে। সেই কারণেই অন্য কাউকে অতি আগ্রাসী ব্যাটিং করতে বলেনি। নিজে ওই দায়িত্ব নিয়েছে।'' 
 
২০২৩ বিশ্বকাপের ১৯ নভেম্বর ভুলে যেতে চাইবেন। সেদিন স্বপ্ন ভেঙেছিল রোহিতের। স্বপ্নের অপমৃত্যু দেখেছিল দেশও। 

২০২৪ সালের ২৯ জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ভূমিতে প্রায়শ্চিত্ত করেন রোহিত অ্যান্ড কোং।  তৎকালীন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলতেন, '''কখনও আশা ছাড়তে নেই। আপনি যেটা ভালো পারেন সেটা মনপ্রাণ দিয়ে নিষ্ঠার সঙ্গে করুন। দেখবেন কোথাও ন্যায়বিচার অপেক্ষা করে রয়েছে।'' 

সেদিন ন্যায়বিচার পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ন্যায়বিচার পেয়েছিলেন রোহিত শর্মাও। 

স্যর ভিভ, স্যর সোবার্সের দেশ থেকে স্বপ্ন ছুঁয়ে আসার পরে ভারতীয় ক্রিকেট অন্য খাতে বয়ে গিয়েছে। সাফল্যের পরে নিয়ম মেনেই এসেছে ব্যর্থতা। আবার ব্যর্থতার অন্ধকার দূরে সরিয়ে মরুদেশে ভারতীয় ক্রিকেটে ঠিকরে পড়েছে কয়েক লক্ষ ওয়াটের আলো। সুখের দিনে শিষ্যকে আগামীর জন্য বড় বার্তা দিচ্ছেন দ্রোণাচার্য কোচ।

দীনেশ বলছেন, ''রোহিত দেশে ফিরলে ওকে বলবো, স্বপ্ন বাঁচিয়ে রাখিস। ২০২৭ বিশ্বকাপ জিততে হবে। এখন থেকেই শুরু করে দে তার প্রস্তুতি।'' 

 


RohitSharmaDineshLad

নানান খবর

নানান খবর

অবসর নিয়েও শান্তি নেই, স্যামসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন বছরের জন্য সাসপেন্ড শ্রীসন্থ

ইংল্যান্ড সিরিজে এই তরুণ তুর্কিকে নিয়ে যাক ভারত, আইপিএলের মাঝেই চাঞ্চল্যকর দাবি রবি শাস্ত্রীর

সুযোগ পেলে আর চেন্নাই নয়, আইপিএল এই দলের হয়ে খেলতে চান রায়না

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

সোশ্যাল মিডিয়া